Screening for Plagiarism

চৌর্যবৃত্তি ও মৌলিকতা নীতি (Plagiarism and Originality Policy)

আন্তর্জাতিক বাংলা সাহিত্য পত্রিকা (INTERNATIONAL JOURNAL OF BENGALI LITERATURE - IJBL)-এ প্রকাশের জন্য জমা দেওয়া সকল প্রবন্ধকে অবশ্যই চৌর্যবৃত্তি (plagiarism), তথ্য বিকৃতি (falsification), তথ্য জালিয়াতি (fabrication) অথবা গুরুত্বপূর্ণ উপাদান গোপন (omission of significant material) থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।

লেখকদের প্রত্যাশা করা হয় যে, তারা অন্য গবেষক বা লেখকের কাজ ও ধারণাকে যথাযথভাবে উদ্ধৃত (proper citation) করবেন—তা সরাসরি উদ্ধৃত হোক বা নিজের ভাষায় পুনর্লিখিত (paraphrased) হোক। এই নিয়ম সমস্ত উৎসের ক্ষেত্রেই প্রযোজ্য—মুদ্রিত, অপ্রকাশিত কিংবা ইলেকট্রনিক মাধ্যমে উপলব্ধ যেকোনো উপকরণে।

অন্যের কাজ যথাযথভাবে স্বীকার না করা বা উদ্ধৃতি না দেওয়া চৌর্যবৃত্তি হিসেবে গণ্য হয়, যা একাডেমিক প্রকাশনার ক্ষেত্রে অনৈতিক ও অগ্রহণযোগ্য আচরণ

IJBL প্রবন্ধ যাচাইয়ের ক্ষেত্রে সর্বাধিক ২০% সাদৃশ্য (similarity threshold) মেনে চলে। কোনো প্রবন্ধে যদি এই সীমার বেশি সাদৃশ্য পাওয়া যায়, তবে সেটি সংশোধনের জন্য ফেরত দেওয়া বা প্রত্যাখ্যান (rejection) করা হতে পারে।

সকল প্রবন্ধের মৌলিকতা ও সততা নিশ্চিত করতে, IJBL Turnitin বা সমমানের চৌর্যবৃত্তি শনাক্তকরণ সফটওয়্যার (plagiarism detection tool) ব্যবহার করে। এই প্রক্রিয়ার মাধ্যমে পত্রিকাটি তার প্রকাশিত গবেষণার বিশ্বাসযোগ্যতা, সততা ও নৈতিক মান অটুট রাখে।