Publication Ethics

আন্তর্জাতিক বাংলা সাহিত্য পত্রিকা (IJBL) একটি ডাবল-ব্লাইন্ড পিয়ার রিভিউ সাময়িকী, যা সর্বোচ্চ মানের প্রকাশনা নীতি ও নৈতিকতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। এই নীতিমালা প্রকাশনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল পক্ষের—লেখক, প্রধান সম্পাদক, সম্পাদকমণ্ডলী, পিয়ার রিভিউয়ার এবং প্রকাশক—নৈতিক দায়িত্ব ও আচরণবিধি নির্ধারণ করে। IJBL-এর এই নৈতিক নীতিমালা Committee on Publication Ethics (COPE)-এর Best Practice Guidelines অনুসারে প্রণীত।


সাময়িকী প্রকাশনার নৈতিক নির্দেশিকা (Ethical Guidelines for Journal Publication)

IJBL-এ প্রকাশনা বাংলা সাহিত্যক্ষেত্রে একটি সুসংহত ও মর্যাদাপূর্ণ জ্ঞানভিত্তি গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। পিয়ার-রিভিউড প্রবন্ধ লেখকদের গবেষণার মান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মর্যাদা প্রতিফলিত করে। প্রকাশনার সঙ্গে যুক্ত সকলের কাছ থেকে সততা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ বজায় রাখার প্রত্যাশা করা হয়।


সম্পাদকদের দায়িত্ব (Duties of Editors)

১. ন্যায়সঙ্গত মূল্যায়ন (Fair Play)

সম্পাদকরা প্রবন্ধ মূল্যায়ন করবেন কেবলমাত্র এর বুদ্ধিবৃত্তিক বিষয়বস্তু অনুযায়ী—লেখকের জাতি, লিঙ্গ, যৌন অভিমুখ, ধর্মীয় বিশ্বাস, জাতিগত পরিচয়, নাগরিকত্ব বা রাজনৈতিক মতাদর্শ বিবেচনা না করে।

২. গোপনীয়তা (Confidentiality)

সম্পাদক ও সম্পাদকীয় কর্মীরা জমা দেওয়া প্রবন্ধের সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করবেন। প্রয়োজন অনুযায়ী কেবলমাত্র সম্পর্কিত লেখক, রিভিউয়ার, সম্পাদকীয় উপদেষ্টা ও প্রকাশক-এর সঙ্গে তথ্য ভাগ করা যেতে পারে।

৩. স্বার্থের সংঘাত ও তথ্য প্রকাশ (Disclosure and Conflicts of Interest)

সম্পাদকরা কোনো প্রবন্ধে প্রকাশিত অপ্রকাশিত তথ্য লেখকের লিখিত অনুমতি ছাড়া ব্যক্তিগত গবেষণায় ব্যবহার করতে পারবেন না

৪. প্রকাশনার সিদ্ধান্ত (Publication Decisions)

সম্পাদকমণ্ডলী নির্ধারণ করবেন কোন প্রবন্ধ প্রকাশের উপযুক্ত। সিদ্ধান্ত নেওয়া হবে প্রবন্ধের গুণমান, প্রাসঙ্গিকতা ও গুরুত্ব অনুযায়ী। এই সিদ্ধান্ত মানহানি, কপিরাইট ও চৌর্যবৃত্তি (plagiarism) সংক্রান্ত আইন অনুসারে হতে হবে।

৫. প্রবন্ধ পর্যালোচনা (Review of Manuscripts)

সম্পাদকরা নিশ্চিত করবেন যে প্রতিটি প্রবন্ধের মৌলিকতা ও প্রাসঙ্গিকতা যাচাই করা হয়েছে। পিয়ার রিভিউ প্রক্রিয়া ন্যায্যভাবে ও যোগ্য রিভিউয়ারদের মাধ্যমে সম্পন্ন হবে, যাদের কোনো স্বার্থসংঘাত নেই। রিভিউ প্রক্রিয়া ও পিয়ার-রিভিউ সেকশন সম্পর্কে লেখক নির্দেশিকায় স্বচ্ছভাবে বর্ণনা করা থাকবে।


রিভিউয়ারদের দায়িত্ব (Duties of Reviewers)

১. সম্পাদকীয় সিদ্ধান্তে সহায়তা (Contribution to Editorial Decisions)

রিভিউয়াররা সম্পাদকদের জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেন এবং লেখকদের প্রবন্ধ উন্নত করার জন্য গঠনমূলক মতামত প্রদান করেন।

২. সময়নিষ্ঠা (Promptness)

যদি কোনো রিভিউয়ার প্রবন্ধ মূল্যায়নের জন্য যোগ্য না হন বা নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে না পারেন, তবে তাঁকে রিভিউ অনুরোধ অস্বীকার করতে হবে

৩. গোপনীয়তা (Confidentiality)

পর্যালোচনাধীন প্রবন্ধগুলো সম্পূর্ণ গোপনীয়, সম্পাদকীয় অনুমতি ছাড়া কোনোভাবেই শেয়ার করা যাবে না।

৪. বস্তুনিষ্ঠতা (Standards of Objectivity)

রিভিউ অবশ্যই বস্তুনিষ্ঠ ও প্রমাণনির্ভর হতে হবে; ব্যক্তিগত সমালোচনা গ্রহণযোগ্য নয়।

৫. উৎসের স্বীকৃতি (Acknowledgment of Sources)

রিভিউয়াররা এমন প্রাসঙ্গিক কাজ শনাক্ত করবেন যা লেখক উদ্ধৃত করেননি, এবং বিদ্যমান প্রকাশনার সঙ্গে কোনো সাদৃশ্য বা পুনরাবৃত্তি থাকলে সম্পাদককে অবহিত করবেন।

৬. স্বার্থের সংঘাত (Disclosure and Conflicts of Interest)

রিভিউয়াররা প্রবন্ধ থেকে প্রাপ্ত বিশেষ তথ্য ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারবেন না, এবং যেসব ক্ষেত্রে স্বার্থের সংঘাত থাকতে পারে সেখানে রিভিউ থেকে বিরত থাকতে হবে


লেখকদের দায়িত্ব (Duties of Authors)

১. প্রতিবেদন মানদণ্ড (Reporting Standards)

লেখকদের গবেষণার একটি সঠিক ও বস্তুনিষ্ঠ বিবরণ প্রদান করতে হবে, যাতে অন্যরা তা পুনরায় যাচাই করতে পারেন। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান অগ্রহণযোগ্য।

২. তথ্যপ্রাপ্তি ও সংরক্ষণ (Data Access and Retention)

প্রয়োজনে লেখকদের মূল গবেষণা তথ্য (raw data) সম্পাদকীয় পর্যালোচনার জন্য সরবরাহ করতে হবে এবং সম্ভব হলে তা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

৩. মৌলিকতা ও চৌর্যবৃত্তি (Originality and Plagiarism)

প্রবন্ধ অবশ্যই মৌলিক হতে হবে এবং সমস্ত উৎস যথাযথভাবে উদ্ধৃত বা স্বীকৃত হতে হবে।

৪. একাধিক প্রকাশনা (Multiple, Redundant, or Concurrent Publication)

একই গবেষণা একাধিক সাময়িকীতে একযোগে জমা দেওয়া বা পুনরায় প্রকাশ করা নৈতিকভাবে ভুল ও অগ্রহণযোগ্য

৫. উৎসের স্বীকৃতি (Acknowledgment of Sources)

যেসব কাজ গবেষণাকে প্রভাবিত করেছে তাদের যথাযথ স্বীকৃতি ও উদ্ধৃতি দিতে হবে।

৬. লেখকত্বের মানদণ্ড (Authorship of the Paper)

লেখকত্বের স্বীকৃতি কেবল তাঁদেরই দেওয়া উচিত, যারা গবেষণার ধারণা, নকশা, বাস্তবায়ন বা ব্যাখ্যা প্রক্রিয়ায় তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। সকল সহলেখককে চূড়ান্ত প্রবন্ধ অনুমোদন করতে হবে এবং জমাদানের সঙ্গে একমত হতে হবে। যাঁরা লেখক নন কিন্তু অবদান রেখেছেন, তাঁদের উপযুক্তভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন (Acknowledgment) করতে হবে।

৭. প্রকাশিত কাজের ভুল সংশোধন (Fundamental Errors in Published Works)

প্রকাশের পর কোনো গুরুত্বপূর্ণ ভুল বা অসঙ্গতি শনাক্ত হলে, লেখককে অবিলম্বে সম্পাদককে জানাতে হবে এবং সংশোধন বা প্রত্যাহারের জন্য সহযোগিতা করতে হবে।


এই নৈতিক নির্দেশিকাগুলি IJBL-এর প্রকাশনা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা, সততা ও মর্যাদা বজায় রাখে এবং বাংলা সাহিত্যক্ষেত্রে প্রজ্ঞাবিষয়ক গবেষণার স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ মানদণ্ড প্রতিষ্ঠায় সহায়তা করে।