Peer Review Process
আন্তর্জাতিক বাংলা সাহিত্য পত্রিকা (IJBL)-এ প্রকাশের উপযোগিতা নির্ধারণ করেন সম্পাদকমণ্ডলী এবং যোগ্য পিয়ার রিভিউয়ারবৃন্দ। সমস্ত প্রবন্ধই ডাবল-ব্লাইন্ড পিয়ার রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যেখানে লেখক ও পর্যালোচক উভয়ের পরিচয় গোপন রাখা হয়। প্রধান সম্পাদক ও সম্পাদকমণ্ডলী প্রয়োজনে বৈঠক করে সিদ্ধান্ত নেন—প্রবন্ধটি গ্রহণ, সংশোধন বা প্রত্যাখ্যান করা হবে কি না।
প্রবন্ধ জমা দেওয়ার পর, প্রথমে প্রধান সম্পাদক ও সম্পাদকমণ্ডলী প্রাথমিকভাবে তা পর্যালোচনা করেন, প্রবন্ধটি সাময়িকীর নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা যাচাই করতে। উপযুক্ত প্রবন্ধগুলো সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ পিয়ার রিভিউয়ারদের নিকট পাঠানো হয়। রিভিউয়াররা প্রবন্ধটি সমালোচনামূলকভাবে মূল্যায়ন করে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের মতামত প্রদান করেন।
যেসব প্রবন্ধে সংশোধনের প্রয়োজন হয়, সেগুলো Dashboard -এর মাধ্যমে লেখকদের কাছে ফেরত পাঠানো হয়। লেখকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশোধিত প্রবন্ধ পুনরায় জমা দিতে হয়। প্রধান সম্পাদক সংশোধিত প্রবন্ধটি সম্পাদকমণ্ডলীর কাছে পাঠান, যাতে নিশ্চিত করা যায় যে রিভিউয়ারদের সব পরামর্শ যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। এরপর সম্পাদকমণ্ডলী প্রবন্ধটির গ্রহণ, আরও সংশোধন, অথবা প্রত্যাখ্যান সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করেন। প্রয়োজনে সম্পাদকীয় বৈঠক আহ্বান করা হয়।
প্রবন্ধ গৃহীত হলে, প্রধান সম্পাদক লেখকদের একটি গ্রহণপত্র (Letter of Acceptance - LoA) প্রদান করেন এবং প্রবন্ধটির একটি অনুলিপি তাদের রেকর্ডের জন্য পাঠানো হয়। এরপর প্রবন্ধটি ভাষা সম্পাদকের নিকট পাঠানো হয়, যিনি ব্যাকরণ, পাঠযোগ্যতা এবং শৈলগত দিক উন্নত করেন। পরবর্তীতে জার্নাল ম্যানেজার IJBL Dashboard-এ প্রবন্ধটির চূড়ান্ত বিন্যাস ও প্রকাশনার সময়সূচি প্রস্তুত করেন।
রিভিউ প্রক্রিয়া ও দক্ষতা (Review Timeline and Efficiency)
IJBL একটি স্বচ্ছ ও কার্যকর ডাবল-ব্লাইন্ড পিয়ার রিভিউ প্রক্রিয়া বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। প্রাথমিক জমা থেকে প্রকাশনা পর্যন্ত প্রতিটি ধাপ সতর্কভাবে পরিচালিত হয়, যাতে প্রজ্ঞাবিষয়ক প্রকাশনার সর্বোচ্চ মান রক্ষা পায়। লেখকরা পুরো প্রক্রিয়াজুড়ে সময়োপযোগী যোগাযোগ ও দিকনির্দেশনা পান, যাতে তাদের গবেষণা অবদান দ্রুত এবং কার্যকরভাবে একাডেমিক সমাজে পৌঁছে যায়।
