Open Access Policy
আন্তর্জাতিক বাংলা সাহিত্য পত্রিকা (IJBL) একটি পিয়ার-রিভিউড মুক্তপ্রবেশযোগ্য (Open-Access) সাময়িকী, যার উদ্দেশ্য বাংলা সাহিত্যবিষয়ক প্রজ্ঞাবিষয়ক গবেষণাকে বৈশ্বিক একাডেমিক সম্প্রদায়ের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়া। প্রকাশিত বিষয়বস্তুর অবাধ ও তাৎক্ষণিক প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে IJBL বিশ্বাস করে যে মুক্তপ্রবেশযোগ্য গবেষণা জ্ঞান-বিনিময়ের এক বিস্তৃত ও গতিশীল ক্ষেত্র তৈরি করে।
মুক্তপ্রবেশ নীতির আওতায়, IJBL-এ প্রকাশিত সমস্ত প্রবন্ধ ও বিষয়বস্তু ব্যবহারকারীদের ও প্রতিষ্ঠানগুলোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত। ব্যবহারকারীরা পড়তে, ডাউনলোড করতে, কপি করতে, বিতরণ করতে, মুদ্রণ করতে, অনুসন্ধান করতে, কিংবা সম্পূর্ণ প্রবন্ধে লিংক দিতে পারেন, কোনো প্রকার পূর্বানুমতি ছাড়াই — যা Budapest Open Access Initiative (BOAI)-এর নীতিমালা অনুসারে।
Budapest Open Access Initiative (বুদাপেস্ট মুক্তপ্রবেশ উদ্যোগ)
প্রচলিত প্রজ্ঞাবিষয়ক প্রকাশনা ও আধুনিক ইন্টারনেট প্রযুক্তির সংযোগ জ্ঞানের প্রাপ্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। গবেষক ও পণ্ডিতেরা তাদের পিয়ার-রিভিউড কাজকে মুক্তভাবে ভাগ করে নিচ্ছেন, যাতে জ্ঞানের প্রসার আরও ত্বরান্বিত হয়। ইন্টারনেট এই গবেষণাকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্ল্যাটফর্ম সরবরাহ করছে।
প্রবেশাধিকারের বাধা অপসারণ গবেষণাকে ত্বরান্বিত করে, শিক্ষাকে সমৃদ্ধ করে এবং বৈশ্বিক সহযোগিতাকে উৎসাহিত করে। মুক্তপ্রবেশ নীতি পাঠকদের দ্রুত ও কার্যকরভাবে প্রাসঙ্গিক সাহিত্য খুঁজে পেতে সহায়তা করে এবং লেখকদের কাজের দৃশ্যমানতা, পাঠকসংখ্যা ও প্রভাব বৃদ্ধি করে।
মুক্তপ্রবেশের সংজ্ঞা (Definition of Open Access)
মুক্তপ্রবেশ (Open Access) অর্থ হলো—প্রজ্ঞাবিষয়ক সাহিত্যকে জনসাধারণের ইন্টারনেটে বিনামূল্যে ও উন্মুক্তভাবে উপলব্ধ করা, যাতে ব্যবহারকারীরা পড়তে, ডাউনলোড করতে, কপি করতে, বিতরণ করতে, মুদ্রণ করতে, অনুসন্ধান করতে, লিংক দিতে বা বৈধ উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন, কোনো আর্থিক, আইনগত বা প্রযুক্তিগত বাধা ছাড়াই (ইন্টারনেট অ্যাক্সেস ব্যতীত)।
লেখকগণ তাদের কাজের অখণ্ডতা (integrity) বজায় রাখার অধিকার রাখেন এবং যথাযথ স্বীকৃতি ও উদ্ধৃতি (acknowledgment and citation) পাওয়ার অধিকার সংরক্ষণ করেন।
মুক্তপ্রবেশের স্থায়িত্ব (Sustainability of Open Access)
যদিও পিয়ার-রিভিউড প্রকাশনা প্রক্রিয়ার জন্য কিছু ব্যয় প্রয়োজন, তবুও মুক্তপ্রবেশভিত্তিক প্রকাশনা ঐতিহ্যবাহী সাবস্ক্রিপশন মডেলের তুলনায় অনেক বেশি খরচ-সাশ্রয়ী। এই মডেল বজায় রাখতে IJBL প্রতিষ্ঠান, ফাউন্ডেশন, বিশ্ববিদ্যালয় ও স্বতন্ত্র গবেষকদের মুক্তপ্রবেশ প্রকাশনা কার্যক্রমে সহায়তা করার আহ্বান জানায়।
মুক্তপ্রবেশ অর্জনের কৌশল (Strategies to Achieve Open Access)
১. স্ব-আর্কাইভিং (Self-Archiving):
লেখকদের উৎসাহিত করা হয় তাদের পিয়ার-রিভিউড প্রবন্ধসমূহ Open Archives Initiative-এর মানদণ্ড অনুসারে উন্মুক্ত ডিজিটাল আর্কাইভে জমা রাখতে, যাতে বিভিন্ন রিপোজিটরির মধ্যে সহজে অনুসন্ধান ও প্রবেশাধিকার সম্ভব হয়।
২. মুক্তপ্রবেশ সাময়িকী (Open-Access Journals):
IJBL কোনো সাবস্ক্রিপশন বা প্রবেশ ফি ছাড়াই মুক্তপ্রবেশ প্রকাশনা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। কপিরাইট নীতি লেখকদের অধিকার রক্ষা করে এবং প্রবন্ধের স্থায়ী সর্বজনীন প্রাপ্যতা নিশ্চিত করে। প্রকাশনার ব্যয় মেটানো হয় গবেষণা অনুদান, প্রাতিষ্ঠানিক সহায়তা বা টেকসই বিকল্প তহবিলের মাধ্যমে।
IJBL মুক্তপ্রবেশ নীতির বাস্তবায়নে নমনীয়তা ও উদ্ভাবনকে স্বাগত জানায়, এবং সরকার, বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, প্রকাশনা সংস্থা, ফাউন্ডেশন ও ব্যক্তিগত গবেষকদের সঙ্গে সহযোগিতা করে জ্ঞান-বিনিময়ের বাধা দূর করতে অঙ্গীকারবদ্ধ।
আমাদের মূল লক্ষ্য হলো—বাংলা সাহিত্যবিষয়ক গবেষণাকে বিশ্বব্যাপী পাঠক ও গবেষকদের কাছে পৌঁছে দেওয়া, যাতে শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক বুদ্ধিবৃত্তিক বিনিময় আরও সমৃদ্ধ হয়।
